কোরবানির মাংস ভাগের নিয়ম । কোরবানির ভাগের নিয়ম জেনে নিন

প্রিয় পাঠক, আমাদের আজকের পোস্ট কোরবানির মাংস ভাগের নিয়ম এবং কোরবানির ভাগের নিয়ম এ আপনাকে স্বাগত।

আজকে এই পোস্ট থেকে আমরা কোরবানির মাংসভাগের নিয়ম নিয়ে বিস্তারিত জানবো। এবং ভাগে কোরবানি দেওয়ার নিয়ম নিয়ে আলোচনা করবো।

গোটা মুসলিম জাতির বছরে অন্যতম দুইতি ধর্মীয় উতসবের একটি হচ্ছে ঈদুল আযহা যাকে আমরা কোরবানির ঈদ বলি। এই ঈদে কোরবানি দেওয়া হয়।

আর তাই প্রত্যেকের কোরবানির মাংস ভাগের নিয়ম এবং ভাগে কোরবানি দেওয়ার নিয়ম জানা অত্যন্ত জরুরি।

আজকের পোষ্টে আমরা কোরবানির মাংসা ভাগের নিয়ম এবং কনেক জনে একসাথে কোরবানির ভাগের নিয়ম নিয়ে বিস্তারিত জানবো।

জানবো ভাগে কোরবানি দেওয়া কতটুকু যুক্তিযুক্ত এবং কোরবানির মাংসা সব বিলিয়ে দিতে হবে কি না।

কোরবানির মাংসা ভাগের নিয়ম

প্রিয় পাঠক, কোরবানির মাংসা ভাগ নিয়ে আমাদের মধ্যে অনেক মতবাদ আছে।

এর মধ্যে অন্যতম এবং অধিক প্রচলিত হছে আক ব্যক্তি কোরবানি দিলে কোরবানি থেকে তার প্রাপ্য মাংসা বা গোশত সমান তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন এবং এক ভাগ পাড়া প্রতিবেশী ও গরিব্দের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ছাগল কোরবানির নিয়ম সহ কোরবানির দোয়া জেনে নি

এখানে কোনও ভুল নেই। তবে সমান তিন ভাগে ভাগ করার বিষয়টি শতভাগ সঠিক নয়।

এর কারণ হচ্ছে, কোনও এক ব্যক্তি একটি ছাগল কোরবানি দিলেন। ছাগলটিতে মোট গোশত হয়েছে ৫ থেকে ৬ কেজি।

এখন তার বাড়িতে মেহমান এবং নিজেরা সহ মোট ২০ থেকে ৩০ জন মানুষ অবস্থান করছে।

আরও পড়ুনঃ কোরবানির দোয়া । কোরবানি সম্পর্কে হাদিস 

এবার আপনি বলুন যে ওই ব্যক্তি কয় ভাগ করে কোরবানি সম্পন্ন করবেন?

এখানে শতভাগ সঠিক ভাবে কোরবানির মাংসা ভাগের হিসাব হচ্ছে, যে ব্যক্তি কোরবানি তার পরিবারে উপস্থিত সকলের জন্য ভরপুর এক থেকে দুই দিন খাওয়ার মত গোস্ত বা মাংস রেখে বাকি সকল মাংসা আগে আত্মীয় স্বজনদের এরপরে পাড়া প্রতিবেশী গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে।

এটি বিশ্বব্যাপী সকল আলেমদের অনুমোদিত হিসাব যা আপনি কোরবানির মাংসা ভাগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন।

তবে হ্যা, প্রয়োজনের থেকে অতিরিক্ত গোস্ত বা মাংস সংরহ করা যাবে না। ফ্রিজে রাখা যাবে না।

আশা করছি এতক্ষণে কোরবানির মাংস ভাগের সঠিক নিয়মটি খুব সাবলীলভাবে বুঝতে পারছেন।

কোরবানির ভাগের নিয়ম

দীর্ঘদিন থেকেই একটি পশু অনেকে সর্বাধিক সাত জনে কোরবানি দিতে পারে যাকে ভাগে কোরবানি বলে। তবে ভাগে কোরবানি দেওয়া নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জাগে।

চলুন ভাগে কোরবানি দেওয়ার নিয়ম সম্পর্কে সকল সঠিক নিয়ম জেনে নেওয়া যাক।

আমাদের দেশের প্রেক্ষাপটে ভাআগে দেওয়ার জন্য গরু কোরবানি দেওয়া হয়। তবে, একটি গরু সর্বাধিক ৭ ভাগ তথা ৭ জনে দিতে পারেন। তবে কেউ চাইলে একটি গরু একাও দিতে পারেন।

অন্যদিকে কোরবানির ক্ষেত্রে ছাগল দিয়ে ভাগে কোরবানি দেওয়া যায় না। কারণ, ছাগল তুলনামুলক ছোট হওয়ায় ছাগল প্রতি এক ভাগ কোরবানি দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুনঃ কোরবানির পশু জবাই করার দোয়া ও নিয়ম জেনে নিন

ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম না থাক্লেও লক্ষনিও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। চলুন, ভাগে কোরবানি দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জেনে নেওয়া যাক।

ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে লক্ষণীয় সমূহঃ

  • একটি ভাগ সম্পন্ন দিতে হবে।
  • একটি ভাগ একজন ব্যক্তিকেই দিতে হবে।
  • ভাগ পূর্ণ সংখ্যার হতে হবে। যেমন, ১ বা ২ বা ৩ বা ৪ ভাগ এভাবে। কোনো ভগ্নাগশ ভাগ থাকা যাবে না।
  • ভাগে যে কয়জন ব্যক্তি থাকবেন সবার টাকা যেন হালাল থাকে সেটি নিশ্চিত করতে হবে।
  • ভাগে কোরবানি দেওয়া সবার মনে যেন আল্লাহর নামে কোরবানি দেওয়ার চিন্তা চেতনা থাকে তা নিশ্চিত করতে হবে

এছাড়াও এই পোষ্টের উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী কোরবানির মাংস ভাগে নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ কোরবানি কাদের উপর ফরজ । কত টাকা থাকলে কোরবানি দিতে হবে

আশা করছি কোরবানির মাংস ভাগের নিয়ম এবং কোরবানির ভাগের নিয়ম জানতে পেরেছেন।

এবার আমরা কোরবানি সম্পর্কিত অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর জানবো।

কোরবানি সম্পর্কিত প্রশ্ন উত্তর । FAQS

প্রঃ ছাগল দিয়ে কি ভাগে কোরবানি দেওয়া যায়?

= না। ছাগল দিয়ে এক ভাগ কোরবানি দেওয়ার বিধান আছে। তাই ছাগল দিয়ে কোরবানি দেওয়া যাবে না।

প্রঃ কোরবানির মাংস তিন ভাগে ভাগ করার বিধান কটটুকু সত্য?

= হ্যা। এটি করার কারণ হক ঠকানো না হয়। তবে শতভাগ সঠিক নিয়ম হছে এই পোষ্টে উল্লেখিত নিয়ম।

তথা প্রয়োজনীয় পরিমান অনুযায়ী রেখে বাকিটা বিলিয়ে দিতে হবে।

আরও পড়ুনঃ কুরবানির প্রশ্ন উত্তর । কুরবানির আলোচনা

কোরবানির মাংস ভাগের নিয়ম নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা কোরবানির গোস্ত ভাগের নিয়ম এবং কোরবানির ভাগের নিয়ম সম্পর্কে জেনেছি।

আরও পড়ুনঃ কোরবানির পশুর বয়স এবং কোরবানির পশু নির্ধারণে লক্ষণীয়

আশা করছি এই পোস্ট থেকে এই বিষয়ে সবকিছু জানতে পারছেন।

এছাড়াও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

কোরবানি, হজ এবং ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে ইসলাম ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

4 thoughts on “কোরবানির মাংস ভাগের নিয়ম । কোরবানির ভাগের নিয়ম জেনে নিন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.